পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করল ভারত, তবে...

  © সংগৃহীত

পেহেলগাম জঙ্গি হামলার রেশ না কাটতেই পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানিদের জন্য আর ভিসা ইস্যু করা হবে না এবং যাঁরা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। তবে এই সিদ্ধান্ত সবার জন্য নয়—হিন্দু ধর্মাবলম্বী পাকিস্তানি নাগরিকরা এর বাইরে থাকছেন। তাদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা বহাল রাখা হবে বলে স্পষ্ট জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি মুসলিম নাগরিকদের ভিসা আর ইস্যু করা হবে না। ইতোমধ্যে যাঁরা ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যারা হিন্দু ধর্মাবলম্বী এবং দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে অবস্থান করছেন, তাদের ভিসা বহাল থাকবে। অর্থাৎ, এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কেবলমাত্র মুসলিম নাগরিকদের ওপর।

পেহেলগামের হামলার পরে শুধু ভিসা নয়, পাকিস্তানের সঙ্গে ভারতের নানা চুক্তিও এখন প্রশ্নের মুখে। নয়াদিল্লি সরকার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ-চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে পাঞ্জাব সীমান্তের প্রধান প্রবেশদ্বার আটারি। সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে চলাচল পুরোপুরি বন্ধ। 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, পাকিস্তান আর এক ‘বিশ্বাসযোগ্য প্রতিবেশী’ নয়। হামলার পরদিন পাকিস্তানে অবস্থিত ভারতের ডেপুটি হাই কমিশনারকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অন্যদিকে, সার্কভুক্ত দেশগুলোর জন্য চালু থাকা বিশেষ ‘এসভিইএস’ ভিসা ব্যবস্থাও বাতিল করা হয়েছে। 

তবে পুরো নিষেধাজ্ঞার মাঝে একমাত্র ব্যতিক্রম পাকিস্তানি হিন্দুরা। ভারতের ভাষ্য অনুযায়ী, মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায়, পাকিস্তানি হিন্দুদের জন্য সীমান্ত খোলা থাকবে। তাদের জন্য আগে যেভাবে দীর্ঘমেয়াদি ভিসা (LTV) দেওয়া হতো, তা এখনও অব্যাহত থাকবে। 

সূত্র :ইনফরমাল নিউজ


সর্বশেষ সংবাদ