পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ PM

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ সফর স্থগিতের ঘোষণা দেয়। দুই দিনের সফরে ২৭ এপ্রিল তাঁর ঢাকা আসার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনিবার্য কারণে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নির্ধারিত সফরটি করতে পারছেন না। পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি অনুষ্ঠিত হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের ঘটনার পর ভারত-পাকিস্তান উদ্ভূত পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ ও কাবুল সফর স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সফর স্থগিত থাকবে।
আকাশসীমা ও বাণিজ্য বন্ধ করে ভারতের পদক্ষেপের জবাব দিল পাকিস্তানআকাশসীমা ও বাণিজ্য বন্ধ করে ভারতের পদক্ষেপের জবাব দিল পাকিস্তান
এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছিল, এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা ছাড়াও বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে পাকিস্তান।