চবি ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েসের বিজ্ঞপ্তি প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব ইউনিটের ভর্তিচ্ছুদের সাবজেক্ট চয়েস শুরু হবে ৭ সেপ্টেম্বর। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এসএম আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের নির্ধারিত সময়ে বিভাগ/ইনিস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে হবে। কোটায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আলাদাভাবে অনলাইনে আবদেন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্য সাবজেক্ট চয়েসের জন্য অনলাইনে আবেদন না করলে তার সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। 

ফলাফল রি-চেক বা পুনঃনিরীক্ষণের সুযোগ নেই জানিয়ে এসএম আকবর হোসাইন বলেন, চবির ফলাফল সম্পূর্ণ মেশিনের সাহায্যে দেখা হয়। ওএমআর শিট যেহেতু মেশিনের সাহায্যে দেখা হয় সেখানে ভুল হওয়ার সুযোগ নেই। কোনো পরীক্ষার্থী অভিযোগ করলেও এতে আমাদের কিছু করার নেই।

এর আগে গত ১৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলে চবির ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করা ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪৩ হাজার ৪১৮ জন। যা মোট ভর্তি পরীক্ষার্থীর ৩০ দশমিক ২১ শতাংশ। সবচেয়ে বেশি অনুপস্থিতি ‘এ’ ইউনিটে। সব কম ‘সি’ ইউনিটে।


সর্বশেষ সংবাদ