ঢাবিতে চা শ্রমিকদের সন্তানদের মশাল মিছিল

ঢাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ
ঢাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ  © সংগৃহীত

মজুরি ৩০০ টাকা নির্ধারণের দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানেরা।

রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে ফের রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘মালিকপক্ষের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘৩০০ টাকা মজুরি, দিতে হবে দিতে হবে’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘বাংলাদেশ চা শ্রমিক, নেতা মোদের এক মুজিব’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় চা সমিতির সাধারণ সম্পাদক ও চা শ্রমিকের সন্তান স্বপন নাইরু বলেন, ‘চা শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন নিয়ে সবাই অবগত আছেন। ইতোমধ্যে আপনারা সন্তোষ রবিদাসের বিষয়টি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন।

আরও পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রস্তুত

‘এটি তার একার সমস্যা নয়। চা শ্রমিকদের সন্তান আমাদের সবার একই অবস্থা। আমাদের মধ্যে অনেকেই অর্থাভাবে লেখাপড়া চালিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। বারবার এ বিষয়ে মিটিং হলেও আমাদের দাবি মানা হচ্ছে না। যতক্ষণ না দাবি মানা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্ত কৈরি বলেন, ‘শ্রমিকদের কষ্ট ও পরিশ্রম বিবেচনায় ১২০ টাকা মজুরি কখনই হতে পারে না। শনিবার একটি বৈঠকে মাত্র ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা মজুরি নির্ধারণ করা হয়। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। চা শ্রমিকদের মজুরি বর্তমান বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে ৩০০ টাকা করার দাবি জানাচ্ছি। দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

ঢাবির হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কৃষ্ণ রাজভর কিরনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন প্রাণিবিজ্ঞান বিভাগের রঞ্জিত রবিদাস, ইংরেজি বিভাগের সরফরাজ সাজুসহ অনেকে।


সর্বশেষ সংবাদ