ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের কেমব্রিজ’ আখ্যা দিয়ে থাকেন অনেকেই। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ দুটি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে কিছু অবকাঠামো ও শিক্ষার কারিকুলাম মিলে যাওয়ায় অনেকে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় দুটির সাথে এদের তুলনা করে থাকেন। তবে সংশ্লিষ্টদের দাবি, ঢাবি-রাবির এই উপাধির কোন ভিত্তি নেই। এই দুই বিশ্ববিদ্যালয়ের তুলনা বিশ্ববিদ্যালয় দুটি নিজেই।
সময়ের ব্যবধানে ঢাবি-রাবির অক্সফোর্ড-কেমব্রিজের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের আগ্রহও দিগুণ থেকে বহুগুণ বেড়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় দুটিতে শিক্ষার মান, গবেষণা সুনাম, অভিনবত্ব ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে কতটা এগিয়ে দেশের প্রাচীনতম এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান? শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠায় বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনা করা কতটা যুক্তিযুক্ত? সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।
২০২১ সালের জুলাই মাসে শতবর্ষে পা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্শী বিশ্ববিদ্যালয়টি ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে কীভাবে পরিচিতি পেয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে লেখা একাধিক গবেষণাগ্রন্থ তথা সরদার ফজলুল করিমের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ: আব্দুর রাজ্জাকের আলাপচারিতা’ এবং সৈয়দ আবুল মকসুদের লিখিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা’— বই দুটিতেও এ বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে বাংলাপিডিয়াতে উল্লেখ আছে, ‘১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। সূচনালগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়।’
তবে এমন তথ্য উড়ে যায় যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলামের বক্তব্যে। দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো এ অঞ্চলের পুরনো ও প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি যখন প্রতিষ্ঠা করা হয়, তখন এই অঞ্চলে তথা ভারতীয় উপমহাদেশে কোন আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল তাও পরিপূর্ণ আবাসিক ছিল না।
তিনি বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য কলেজ রয়েছে; তেমনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রয়েছে। এ ছাড়া আর কোন মিল নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ে বলা হয়েছিল—এই প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই হলে থাকবে। উপমহাদেশের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। আসলে এর কোন দালিলিক প্রমাণ বা ভিত্তি নাই।
তিনি আরো বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন শুনতাম সলিমুল্লাহ মুসলিম হল হলো এশিয়ার বৃহত্তম হল; আর কমলাপুর রেলওয়ে স্টেশন হলো এশিয়ার বৃহত্তম রেলওয়ে স্টেশন। এই কথাগুলো যেমন ভিত্তিহীন, তেমনি ঢাবিকে প্রাচ্যের অক্সফোর্ড বলাটাও ভিত্তিহীন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড কিনা—তা নিয়ে মতদ্বৈততা থাকলেও বাংলাদেশ সৃষ্টির প্রশ্নে এ বিশ্ববিদ্যালয়ের অবদান বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভিন্ন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বক্তব্য হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান পৃথিবীর অন্য কোথাও নেই। তার ভাষ্য, যেখানে দেশের সরকার একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে থাকে; সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে অবদান রেখেছে। এমনটা সাধারণত হয় না।
অন্যদিকে, দেশের বৃহত্তর ও পুরনো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। ইতিহাস ঐতিহ্যের দৌঁড়েও অনেকটা এগিয়ে মতিহারের লীলাভূমিতে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়। জন্মলগ্ন থেকেই অনেক চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম এক শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার সার্বিক পরিবেশ, গবেষণার সুনাম, প্রভাব, অভিনবত্ব ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি অর্জনের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় যথেষ্ট এগিয়ে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে একটি গৌরব ও ঐতিহ্যময় অতীত। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাঙ্গালি ইতিহাসের সকল আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠেছিল সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে। ১৯৬২ সালের বিতর্কিত হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলনে, ৬৬ এর ছয়-দফা, ‘৬৯ এর গণ-অভ্যুত্থানে এবং ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এমনকি অধিকার প্রতিষ্ঠায় জীবরও দিয়েছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থী। ফলে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা। যেটা বিশ্বে অন্যদের তুলনায় বিরল।
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে তুলনামূলক ভালো গবেষণা হয়। এখানে রয়েছেন অরুণ কুমার বসাকসহ অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক। যাদের গবেষণা দেশবিদেশে অনেক সমাদৃত। সম্প্রতি স্কোপাস’র প্রকাশিত জরিপে গবেষণাকর্মসমূহ এবং গবেষণা সংশ্লিষ্ট পরিমিতির নিরিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের মানকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। কিন্তু গবেষণা কার্যে শিক্ষকদের অংশগ্রহণ ও মান সম্মত গবেষণার পরিমাণ খুবই কম। যেটা দিয়ে বিশ্ব র্যাংকিং-এ টিকে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিখ্যাত কেমব্রিজের সাথে তুলনা করা কতটা যুক্তিযুক্ত জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ও ডিরেক্টর ড. গোলাম কবির বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে কখন প্রাচ্যের কেমব্রিজ বলা হয়েছে কিংবা বিশ্ববিদ্যালয়ের কোন নথিপত্রে উল্লেখ আছে বলে আমার জানা নেই। এই বিশ্ববিদ্যালয়ে আমার ৪৫ বছরের শিক্ষা ও চাকরিজীবনে আমি কখনও প্রশাসনের কাউকে একথা বলতেও শুনিনি।
তিনি বলেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের প্রচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। যেখানে প্রতিষ্ঠালগ্ন থেকেই যার সুনাম ও সুখ্যাতি বিশ্বের বুকে সমাদৃত। যেখানে নিউটন, ডারউইন, ফ্রান্সিস বেকনসহ বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীদের জন্ম হয়েছে। এখন সেখানে বিশ্বের বিখ্যাত গবেষক ও বিজ্ঞানীদের পদচারণায় সবস্থান ধরে রেখেছে বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি।
তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাচ্যের কেমব্রিজ ছিল/আছে কিনা? এ নিয়ে বিতর্ক করার চেয়ে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিক হওয়া বেশি জরুরি। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাচ্যের কেমব্রিজ কিনা তা জানি না। তবে এতটুকু বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি ক্ষেত্রে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডসহ বিশ্বের নামীদামী বিশ্ববিদ্যালয়ের চেয়েও একধাপ এগিয়ে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. সুলতান-উল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেমব্রিজের সাথে তুলনা করা যায় কিনা সেটা বড় বিষয় নয়। আমরা একটা বস্তুর সাথে অন্য বস্তুর তুলনা তখনই করি, যখন তাদের মধ্যে যথার্থ মিল খুঁজে পাই। আমরা প্রাচ্যের শেক্সপিয়ার বলি চীনের বিখ্যাত নাট্যকার ‘কুয়ান হান ছিংকে’-কে। তেমনি প্রাচ্যের হোমার বলা হয় কবি ফেরদৌসীকে। আবার প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপান-কে। এগুলো উপমা হিসেবে বলা হয়ে থাকে।
তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাতিষ্ঠানিক অবকাঠামো কিংবা শিক্ষা পদ্ধতি ও সিলেবাসের মিলের কারণে হয়তো অনেকে এই বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের কেমব্রিজ আখ্যা দিয়ে থাকেন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিখ্যাত কেমব্রিজের মত এতো বিশ্বসেরা মহামানবের দেখা না পেলেও পেয়েছে অনেক পণ্ডিত, গবেষক, জ্ঞানতাপস ও ত্যাগী মনীষীর। যাদের শ্রম ও ত্যাগের বিনিময়ে বিশ্ববিদ্যালয় অর্জন করেছে সুনাম ও খ্যাতি।
তিনি জানান, শিক্ষার উপযুক্ত পরিবেশ, গুনগত মান, শিক্ষা ও গবেষণা খাতে যথাযথ বরাদ্দ এবং স্বজনপ্রীতি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের মাধ্যম ও সবার যৌথ প্রচেষ্টায় হয়তো একদিন আমরাও বিশ্বের নামী-দামী বিশ্ববিদ্যালয়ের কাতারে নিজেদের পৌঁছাতে সক্ষম হব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর সঙ্গে কেমব্রিজের তুলনা করে খুব একটা ফয়দা হাসিল হবে না।
‘বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়’ জনৈক মনীষীর মতে, ‘অনুকরণ করার মধ্যে সৃষ্টি করার আনন্দ নেই। কিছু করে যদি আনন্দ পেতে চান। সুনাম অর্জন করতে চান। তবে নিজের মতো হোন।’ তাই নিজ যোগ্যতা ও কর্মপ্রচেষ্টায় বিশ্বের বুকে স্থান করে নিতে হবে। তার জন্য চাই সৎ যোগ্য নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ মানুষ। ঢাবি-রাবি প্রাচ্যের অক্সফোর্ড-কেমব্রিজ এটা কোনও সার্টিফিকেট প্রাপ্ত অক্সফোর্ড-কেমব্রিজ নয়। এটা মানুষের মুখে মুখে প্রচলিত অক্সফোর্ড-কেমব্রিজ।
প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে ঢাবি ও রাবি প্রতিনিধি
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
0.39 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.41 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.37 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.37 ms
SELECT *
FROM `wg_front_settings`
Event: dbquery
Events
0.02 ms
Connecting to Database: "prev"
Database
0.83 ms
Query
Database
1.98 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` = '97655'
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.43 ms
SELECT *
FROM `wg_category`
WHERE `id_category` = '2'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
4.52 ms
SELECT `article_body`
FROM `wg_articledetail`
WHERE `id_article` = '97655'
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
3.33 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` IN ('97652','97641','97594','97555')
ORDERBY `id_article` DESC
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
1.36 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` != '97655'
ORDERBY `id_article` DESCLIMIT 10
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.85 ms
SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url`
FROM `wg_menuitem`
WHERE `status` = 1
AND `id_menu` = 1
ORDERBY `menu_order` asc
Event: dbquery
Events
0.03 ms
View: detail.php
Views
1.80 ms
After Filters
Timer
0.01 ms
Required After Filters
Timer
0.41 ms
Database (11 total Queries, 11 of them unique across 2 Connections)
Time
Query String
0.7 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের কেমব্রিজ’ আখ্যা দিয়ে থাকেন অনেকেই। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ দুটি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে কিছু অবকাঠামো ও শিক্ষার কারিকুলাম মিলে যাওয়ায় অনেকে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় দুটির সাথে এদের তুলনা করে থাকেন। তবে সংশ্লিষ্টদের দাবি, ঢাবি-রাবির এই উপাধির কোন ভিত্তি নেই। এই দুই বিশ্ববিদ্যালয়ের তুলনা বিশ্ববিদ্যালয় দুটি নিজেই।
<p style="text-align: justify;">ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের কেমব্রিজ’ আখ্যা দিয়ে থাকেন অনেকেই। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ দুটি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে কিছু অবকাঠামো ও শিক্ষার কারিকুলাম মিলে যাওয়ায় অনেকে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় দুটির সাথে এদের তুলনা করে থাকেন। তবে সংশ্লিষ্টদের দাবি, ঢাবি-রাবির এই উপাধির কোন ভিত্তি নেই। এই দুই বিশ্ববিদ্যালয়ের তুলনা বিশ্ববিদ্যালয় দুটি নিজেই।</p>
<p style="text-align: justify;">সময়ের ব্যবধানে ঢাবি-রাবির অক্সফোর্ড-কেমব্রিজের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের আগ্রহও দিগুণ থেকে বহুগুণ বেড়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় দুটিতে শিক্ষার মান, গবেষণা সুনাম, অভিনবত্ব ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে কতটা এগিয়ে দেশের প্রাচীনতম এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান? শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠায় বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনা করা কতটা যুক্তিযুক্ত? সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।</p>
<p style="text-align: justify;">২০২১ সালের জুলাই মাসে শতবর্ষে পা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্শী বিশ্ববিদ্যালয়টি ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে কীভাবে পরিচিতি পেয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে লেখা একাধিক গবেষণাগ্রন্থ তথা সরদার ফজলুল করিমের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ: আব্দুর রাজ্জাকের আলাপচারিতা’ এবং সৈয়দ আবুল মকসুদের লিখিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা’— বই দুটিতেও এ বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।</p>
<p style="text-align: justify;">তবে বাংলাপিডিয়াতে উল্লেখ আছে, ‘১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। সূচনালগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়।’</p>
<p style="text-align: justify;">তবে এমন তথ্য উড়ে যায় যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলামের বক্তব্যে। দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো এ অঞ্চলের পুরনো ও প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি যখন প্রতিষ্ঠা করা হয়, তখন এই অঞ্চলে তথা ভারতীয় উপমহাদেশে কোন আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল তাও পরিপূর্ণ আবাসিক ছিল না।</p>
<p style="text-align: justify;">তিনি বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য কলেজ রয়েছে; তেমনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রয়েছে। এ ছাড়া আর কোন মিল নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ে বলা হয়েছিল—এই প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই হলে থাকবে। উপমহাদেশের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। আসলে এর কোন দালিলিক প্রমাণ বা ভিত্তি নাই।</p>
<p style="text-align: justify;">তিনি আরো বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন শুনতাম সলিমুল্লাহ মুসলিম হল হলো এশিয়ার বৃহত্তম হল; আর কমলাপুর রেলওয়ে স্টেশন হলো এশিয়ার বৃহত্তম রেলওয়ে স্টেশন। এই কথাগুলো যেমন ভিত্তিহীন, তেমনি ঢাবিকে প্রাচ্যের অক্সফোর্ড বলাটাও ভিত্তিহীন।</p>
<p style="text-align: justify;">ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড কিনা—তা নিয়ে মতদ্বৈততা থাকলেও বাংলাদেশ সৃষ্টির প্রশ্নে এ বিশ্ববিদ্যালয়ের অবদান বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভিন্ন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বক্তব্য হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান পৃথিবীর অন্য কোথাও নেই। তার ভাষ্য, যেখানে দেশের সরকার একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে থাকে; সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে অবদান রেখেছে। এমনটা সাধারণত হয় না।</p>
<p style="text-align: justify;">আরো পড়ুন: <span style="color: #3598db;"><a style="color: #3598db;" href="https://thedailycampus.com/universities/97636/"><strong>ভাস্কর্যে ভাস্বর ঢাকা বিশ্ববিদ্যালয়</strong></a></span></p>
<p style="text-align: justify;">অন্যদিকে, দেশের বৃহত্তর ও পুরনো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। ইতিহাস ঐতিহ্যের দৌঁড়েও অনেকটা এগিয়ে মতিহারের লীলাভূমিতে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়। জন্মলগ্ন থেকেই অনেক চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম এক শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার সার্বিক পরিবেশ, গবেষণার সুনাম, প্রভাব, অভিনবত্ব ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি অর্জনের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় যথেষ্ট এগিয়ে।</p>
<p style="text-align: justify;">রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে একটি গৌরব ও ঐতিহ্যময় অতীত। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাঙ্গালি ইতিহাসের সকল আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠেছিল সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে। ১৯৬২ সালের বিতর্কিত হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলনে, ৬৬ এর ছয়-দফা, ‘৬৯ এর গণ-অভ্যুত্থানে এবং ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এমনকি অধিকার প্রতিষ্ঠায় জীবরও দিয়েছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থী। ফলে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা। যেটা বিশ্বে অন্যদের তুলনায় বিরল।</p>
<p style="text-align: justify;">দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে তুলনামূলক ভালো গবেষণা হয়। এখানে রয়েছেন অরুণ কুমার বসাকসহ অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক। যাদের গবেষণা দেশবিদেশে অনেক সমাদৃত। সম্প্রতি স্কোপাস’র প্রকাশিত জরিপে গবেষণাকর্মসমূহ এবং গবেষণা সংশ্লিষ্ট পরিমিতির নিরিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের মানকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। কিন্তু গবেষণা কার্যে শিক্ষকদের অংশগ্রহণ ও মান সম্মত গবেষণার পরিমাণ খুবই কম। যেটা দিয়ে বিশ্ব র‌্যাংকিং-এ টিকে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার।</p>
<p style="text-align: justify;">রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিখ্যাত কেমব্রিজের সাথে তুলনা করা কতটা যুক্তিযুক্ত জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ও ডিরেক্টর ড. গোলাম কবির বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে কখন প্রাচ্যের কেমব্রিজ বলা হয়েছে কিংবা বিশ্ববিদ্যালয়ের কোন নথিপত্রে উল্লেখ আছে বলে আমার জানা নেই। এই বিশ্ববিদ্যালয়ে আমার ৪৫ বছরের শিক্ষা ও চাকরিজীবনে আমি কখনও প্রশাসনের কাউকে একথা বলতেও শুনিনি।</p>
<p style="text-align: justify;">তিনি বলেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের প্রচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। যেখানে প্রতিষ্ঠালগ্ন থেকেই যার সুনাম ও সুখ্যাতি বিশ্বের বুকে সমাদৃত। যেখানে নিউটন, ডারউইন, ফ্রান্সিস বেকনসহ বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীদের জন্ম হয়েছে। এখন সেখানে বিশ্বের বিখ্যাত গবেষক ও বিজ্ঞানীদের পদচারণায় সবস্থান ধরে রেখেছে বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি।</p>
<p style="text-align: justify;">আরো পড়ুন: <span style="color: #3598db;"><a style="color: #3598db;" href="https://thedailycampus.com/universities/97559/"><strong>শিক্ষা-গবেষণার মান বাড়াতে রাবিতে কমছে আসন </strong></a></span></p>
<p style="text-align: justify;">তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাচ্যের কেমব্রিজ ছিল/আছে কিনা? এ নিয়ে বিতর্ক করার চেয়ে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিক হওয়া বেশি জরুরি। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাচ্যের কেমব্রিজ কিনা তা জানি না। তবে এতটুকু বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি ক্ষেত্রে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডসহ বিশ্বের নামীদামী বিশ্ববিদ্যালয়ের চেয়েও একধাপ এগিয়ে।</p>
<p style="text-align: justify;">রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. সুলতান-উল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেমব্রিজের সাথে তুলনা করা যায় কিনা সেটা বড় বিষয় নয়। আমরা একটা বস্তুর সাথে অন্য বস্তুর তুলনা তখনই করি, যখন তাদের মধ্যে যথার্থ মিল খুঁজে পাই। আমরা প্রাচ্যের শেক্সপিয়ার বলি চীনের বিখ্যাত নাট্যকার ‘কুয়ান হান ছিংকে’-কে। তেমনি প্রাচ্যের হোমার বলা হয় কবি ফেরদৌসীকে। আবার প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপান-কে। এগুলো উপমা হিসেবে বলা হয়ে থাকে।</p>
<p style="text-align: justify;">তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাতিষ্ঠানিক অবকাঠামো কিংবা শিক্ষা পদ্ধতি ও সিলেবাসের মিলের কারণে হয়তো অনেকে এই বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের কেমব্রিজ আখ্যা দিয়ে থাকেন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিখ্যাত কেমব্রিজের মত এতো বিশ্বসেরা মহামানবের দেখা না পেলেও পেয়েছে অনেক পণ্ডিত, গবেষক, জ্ঞানতাপস ও ত্যাগী মনীষীর। যাদের শ্রম ও ত্যাগের বিনিময়ে বিশ্ববিদ্যালয় অর্জন করেছে সুনাম ও খ্যাতি।</p>
<p style="text-align: justify;">তিনি জানান, শিক্ষার উপযুক্ত পরিবেশ, গুনগত মান, শিক্ষা ও গবেষণা খাতে যথাযথ বরাদ্দ এবং স্বজনপ্রীতি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের মাধ্যম ও সবার যৌথ প্রচেষ্টায় হয়তো একদিন আমরাও বিশ্বের নামী-দামী বিশ্ববিদ্যালয়ের কাতারে নিজেদের পৌঁছাতে সক্ষম হব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর সঙ্গে কেমব্রিজের তুলনা করে খুব একটা ফয়দা হাসিল হবে না।</p>
<p style="text-align: justify;">‘বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়’ জনৈক মনীষীর মতে, ‘অনুকরণ করার মধ্যে সৃষ্টি করার আনন্দ নেই। কিছু করে যদি আনন্দ পেতে চান। সুনাম অর্জন করতে চান। তবে নিজের মতো হোন।’ তাই নিজ যোগ্যতা ও কর্মপ্রচেষ্টায় বিশ্বের বুকে স্থান করে নিতে হবে। তার জন্য চাই সৎ যোগ্য নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ মানুষ। ঢাবি-রাবি প্রাচ্যের অক্সফোর্ড-কেমব্রিজ এটা কোনও সার্টিফিকেট প্রাপ্ত অক্সফোর্ড-কেমব্রিজ নয়। এটা মানুষের মুখে মুখে প্রচলিত অক্সফোর্ড-কেমব্রিজ।</p>
<p style="text-align: justify;">প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে ঢাবি ও রাবি প্রতিনিধি</p>
article_summary -> UTF-8 string (484) "ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. এ কে এম সাজ্জাদ হোসেনকে ঢা...
$value[0]->article_summary
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. এ কে এম সাজ্জাদ হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়-সাতজন শিক্ষার্থীর মারধরে জড়িতদের শনাক্ত করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের...
article_summary -> UTF-8 string (421) " তখন আমি বললাম, ‘সবাই কী সবসময় পরিচয়পত্র নিয়ে ঘোরে?’ এই কথা বলার পর সঙ্গে সঙ...
$value[2]->article_summary
তখন আমি বললাম, ‘সবাই কী সবসময় পরিচয়পত্র নিয়ে ঘোরে?’ এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আমাকে একজন থাপ্পড় মেরে বসে। এরপর আরো দুই তিন জন এসে আমাকে চড়-থাপ্পর মারা শুরু করে।
home_title -> UTF-8 string (198) "‘পদত্যাগ করেছেন প্রফেসর ইউনূস’— ভাইরাল সংবাদের ব্যাখ্যা দিল ডেইলি স্টার"
$value[0]->home_title
share_title -> UTF-8 string (198) "‘পদত্যাগ করেছেন প্রফেসর ইউনূস’— ভাইরাল সংবাদের ব্যাখ্যা দিল ডেইলি স্টার"
$value[0]->share_title
article_shoulder -> string (0) ""
$value[0]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[0]->article_hanger
article_summary -> UTF-8 string (541) "অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদ...
$value[0]->article_summary
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন’— ইংরেজি গণমাধ্যম দ্য ডেইলি স্টারের এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার...
article_summary -> UTF-8 string (570) "ফুসফুস হল শ্বাসতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শ্বাসতন্ত্রের প্রধান কাজ হ...
$value[1]->article_summary
ফুসফুস হল শ্বাসতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শ্বাসতন্ত্রের প্রধান কাজ হলো বাতাস থেকে অক্সিজেন শোষণ করে রক্তে প্রবাহিত করা এবং রক্ত থেকে কার্বন ডাই-অক্সাইড বের করে বাতাসে নিঃসরণ করা। এই গ্যাসের আদান-প্রদান হয়
বাংলাদেশি শিক্ষার্থীদের পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি, আর্থিক সুবিধা দেবে চার বছর
article_shoulder -> string (0) ""
$value[2]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[2]->article_hanger
article_summary -> UTF-8 string (698) "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি যৌথভাবে...
$value[2]->article_summary
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি যৌথভাবে ইউজিসি–ম্যাকগিল পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোর আগ্রহী শিক্ষার্থীদের কাছে থেকে পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদনপত্র আহ্বান করেছে।
home_title -> UTF-8 string (145) "ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে এনএসইউ উপাচার্য"
$value[3]->home_title
share_title -> UTF-8 string (145) "ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে এনএসইউ উপাচার্য"
$value[3]->share_title
article_shoulder -> string (0) ""
$value[3]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[3]->article_hanger
article_summary -> UTF-8 string (558) "নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. ...
$value[3]->article_summary
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী ইন্দোনেশিয়া ইনস্যুরেন্স সামিট (আইআইএস) ২০২৫-এ বিশেষজ্ঞ বক্তা হিসেবে অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক
দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত
article_shoulder -> string (0) ""
$value[4]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[4]->article_hanger
article_summary -> UTF-8 string (658) "দীর্ঘ অনুপস্থিতি, অনুমোদনহীন ছুটি গ্রহণ এবং প্রশাসনিক আদেশ অমান্য করার অভিযো...
$value[4]->article_summary
দীর্ঘ অনুপস্থিতি, অনুমোদনহীন ছুটি গ্রহণ এবং প্রশাসনিক আদেশ অমান্য করার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক শিব নাথ পাট্টাদারকে চূড়ান্তভাবে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
home_title -> UTF-8 string (112) "ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, আটক ৩"
$value[5]->home_title
share_title -> UTF-8 string (112) "ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, আটক ৩"
$value[5]->share_title
article_shoulder -> string (0) ""
$value[5]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[5]->article_hanger
article_summary -> UTF-8 string (439) "ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদ...
$value[5]->article_summary
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশে (বিজিবি)। বুধবার (২১মে) রাতে
শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে আরও অধিক মানবিক...
home_title -> UTF-8 string (198) "দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য, আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ মাহফুজের"
$value[7]->home_title
দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য, আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ মাহফুজের
share_title -> UTF-8 string (198) "দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য, আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ মাহফুজের"
$value[7]->share_title
দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য, আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ মাহফুজের
article_shoulder -> string (0) ""
$value[7]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[7]->article_hanger
article_summary -> UTF-8 string (884) "অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বল...
$value[7]->article_summary
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’ এ জন্য তিনি দেশপ্রেমিক শক্তির ঐক্যের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি তিনি আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন।
article_summary -> UTF-8 string (652) "জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফু...
$value[8]->article_summary
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। প্রতিষ্ঠানটি স্পেয়ার পার্টস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ’ পদে ৩ কর্মী নিয়োগে ১৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
home_title -> UTF-8 string (196) "মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের"
$value[9]->home_title
মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের
share_title -> UTF-8 string (196) "মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের"
$value[9]->share_title
মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের
article_shoulder -> string (0) ""
$value[9]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[9]->article_hanger
article_summary -> UTF-8 string (454) "দেশে নানা ইস্যুতে চলছে আন্দোলন, আলোচনা-সমালোচনা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ স...
$value[9]->article_summary
দেশে নানা ইস্যুতে চলছে আন্দোলন, আলোচনা-সমালোচনা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দাবিতে সড়ক অবরোধ ও দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য।
ঢাবি-রাবি কখনই ‘প্রাচ্যের অক্সফোর্ড’ ‘প্রাচ্যের কেমব্রিজ’ ছিল না
description
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের কেমব্রিজ’ আখ্যা দিয়ে থাকেন অনেকেই। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ দুটি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে কিছু অবকাঠামো ও শিক্ষার কারিকুলাম মিলে যাওয়ায় অনেকে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় দুটির সাথে এদের তুলনা করে থাকেন। তবে সংশ্লিষ্টদের দাবি, ঢাবি-রাবির এই উপাধির কোন ভিত্তি নেই। এই দুই বিশ্ববিদ্যালয়ের তুলনা বিশ্ববিদ্যালয় দুটি নিজেই।
ঢাবি-রাবি কখনই ‘প্রাচ্যের অক্সফোর্ড’ ‘প্রাচ্যের কেমব্রিজ’ ছিল না: The Daily Campus
share_title
ঢাবি-রাবি কখনই ‘প্রাচ্যের অক্সফোর্ড’ ‘প্রাচ্যের কেমব্রিজ’ ছিল না: The Daily Campus
page_desc
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের কেমব্রিজ’ আখ্যা দিয়ে থাকেন অনেকেই। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ দুটি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে কিছু অবকাঠামো ও শিক্ষার কারিকুলাম মিলে যাওয়ায় অনেকে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় দুটির সাথে এদের তুলনা করে থাকেন। তবে সংশ্লিষ্টদের দাবি, ঢাবি-রাবির এই উপাধির কোন ভিত্তি নেই। এই দুই বিশ্ববিদ্যালয়ের তুলনা বিশ্ববিদ্যালয় দুটি নিজেই।