হেনস্তার শিকার ছাত্রী, রাতে হলে ঢোকার টাইম নির্ধারণ চবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১০:২২ PM , আপডেট: ২০ জুলাই ২০২২, ০৯:০১ AM
শিক্ষার্থী হেনস্তার শিকার হওয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেয়েদের রাত দশটার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার থেকে তা কার্যকর হবে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
প্রক্টর বলেন, আজ উপাচার্য মহোদয়ের সঙ্গে আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ সভা করেছি। সেখানে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে রাত দশটার মধ্যে আবাসিক হলে প্রবেশ করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল এ বিষয়ে নোটিশ দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রীতিলতা হলের এক ছাত্রী গত রোববার ১০টা থেকে সাড়ে দশটার দিকে হেনস্তার শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।