পদ্মাসেতু দেশের সামগ্রিক অর্থনীতির পটপরিবর্তনে সহায়ক হবে: রাবি উপাচার্য

রাবিতে আনন্দ র‍্যালি
রাবিতে আনন্দ র‍্যালি   © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ এখন স্বপ্ন দেখতে শিখেছে। স্বপ্নের এই পদ্মাসেতু দেশের সামগ্রিক অর্থনীতির পটপরিবর্তনে সহায়ক হবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শনিবার (২৫ জুন) বেলা সাড়ে ১০টায় পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি। 

রাবি উপাচার্য বলেন, বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন এ দেশের মানুষের এক অভাবনীয় পাওয়া। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরেই সোনার বাংলা গঠনের পথে দেশ এগিয়ে যাচ্ছে। এ সরকারের হাত ধরেই বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ে উঠবে বলে মনে করেন উপাচার্য। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হওয়া এ আনন্দ শোভাযাত্রা ব্যাপক আনন্দ-উল্লাস ও উদ্দীপনা নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়াসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ