রাবির হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই- রাবি উপাচার্য

রাবি উপাচার্য
রাবি উপাচার্য  © সংগৃহীত

অনেক চড়াই-উতরাই পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি গতিতে ফিরেছে। ক্যাম্পাসে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান প্রশাসন। এই বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করতে চাই।

রবিবার (১৭ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জনসংযোগ দপ্তর আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, একটা সময় এই ক্যাম্পাস বিভিন্ন অনিয়ম দুর্নীতির জন্য অস্থিতিশীল হয়ে উঠেছিল। সেখান থেকে বেরিয়ে ক্যাম্পাসের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। গণমাধ্যমকর্মীরা সেই জায়গা থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক সুলতানুল-উল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা তারেক নূরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।

আরও পড়ুন- অধ্যাপক রহমত উল্লাহর শাস্তি চেয়েছে ঢাবি ছাত্রলীগ 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এমন আয়োজনকে স্বাগত জানিয়ে পূর্বের বিভিন্ন প্রশাসনের সময়ের বিভিন্ন বিষয় উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী। পূর্বের ন্যায় বর্তমান প্রশাসনকেও বিভিন্ন কাছে সহযোগিতার কথা জানান তারা।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের টেলিভিশন ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল সাংবাদিক সংগঠনের দায়িত্বশীল সদস্যবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence