চলতি বছর ৬০৮৫ আসনে শিক্ষার্থী ভর্তি করাবে ঢাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০৩:০৩ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২২, ০৩:০৩ PM
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ৬ হাজার ৮৫ আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণরা এসব আসনে ভর্তি হতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদের অধীনে ৮৩টি বিভাগ রয়েছে। এ ছাড়া রয়েছে ১৩টি বিশেষায়িত ইনস্টিটিউট। সর্বশেষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭ হাজার ১৪৮ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব বিভাগ-ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। গত শিক্ষাবর্ষ থেকে এবছর আসন কমেছে ১ হাজার ৬৩টি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চশিক্ষাকে প্রয়োজন ও দক্ষতাভিত্তিক করতে এই উদ্যোগ নিয়েছেন তারা। যদিও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর সঙ্গে আসন সংখ্যা সামঞ্জস্য নয় দীর্ঘদিন ধরে এমন সমালোচনা চলে আসছিলো।
আরও পড়ুন- ঢাবিতে ভর্তি হতে পারবেন অটিজমে আক্রান্তরাও
সূত্র জানায়, আসন সবচেয়ে বেশি কমানো হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে। ব্যবসায় শিক্ষা অনুষদেও আসন সংখ্যা কমেছে। তবে আসন বেড়েছে বিজ্ঞান অনুষদে। ৪৪টি বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষার্থী আসন কমানো হচ্ছে। আসন বাড়ছে ১৫টিতে। বাকি ২৬ বিভাগ ও ইনস্টিটিউটে আসন সংখ্যা অপরিবর্তিত থাকছে। ডিনস কমিটি তাদের সভায় আসন কমানোর সুপারিশ করে। পরে একাডেমিক কাউন্সিলে সেটি চূড়ান্ত করা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থী আসন বাড়ানো বা কমানোর বিষয়টি মুখ্য নয়। বরং এর যৌক্তিকীকরণ হচ্ছে। যেসব বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা রয়েছে সেগুলোয় আসন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের মান বৃদ্ধি সর্বোপরি দক্ষ গ্র্যাজুয়েট গড়ে তোলার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে।