আজ ফের নীলক্ষেতে আন্দোলনের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৭:১৪ AM , আপডেট: ২২ মার্চ ২০২২, ০৭:২৬ AM
তিন দফা দাবিতে আজ ফের রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করবেন বলে তাঁরা জানিয়েছেন।
তিন দফা দাবির মধ্যে রয়েছে, করোনা সংক্রমনের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষা সুযোগ দিতে হবে; দর্শন বিভাগের প্রশ্নের মানবন্টন পরিবর্তন করতে হবে এবং গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ও এর স্থায়ী সমাধান করতে হবে।
আরো পড়ুন: সাত কলেজের পঞ্চম মেধাতালিকা মঙ্গলবার
তাঁদের আন্দোলনের স্লোগান, ‘তিন দফা তিন দাবী, মেনে নেও ঢাবি’। ওই তিন সেশনের শিক্ষার্থীদের প্রতিনিধিদের পাঠানো এক বার্তায় এই আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। একই দাবিতে আগেও একাধিক আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।