চবিতে প্রধানমন্ত্রীর ম্যুরাল উন্মোচন

ম্যুরাল উন্মোচন করেছেন উপাচার্য
ম্যুরাল উন্মোচন করেছেন উপাচার্য   © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করেছেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় উপাচার্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী হওয়ার তাগিদ দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় নবনির্মিত জননেত্রী শেখ হাসিনা হলের প্রাঙ্গণে এটি স্থাপন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় অনিয়ম তদন্তে ইউজিসি, শিক্ষক সমিতির ‘না’

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতত্ন শেখ হাসিনা এখন বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের নেত্রী, মানবতার নেত্রী, উন্নয়নের নেত্রী। তাঁর দক্ষ দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্বদরবারে রোল মডেল।

এছাড়াও উপাচার্য বলেন, দেশের উন্নয়ন-সমৃদ্ধির অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।

উপাচার্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হলের আবাসিক ছাত্রীদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence