গণরুমে থাকতেন করোনায় আক্রান্ত ঢাবি শিক্ষার্থী সাজ্জাদ

ঢাবির গণরুম
ঢাবির গণরুম  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গণরুমে থাকতেন। যদিও হল প্রশাসন বিষয়টি অস্বীকার করেছে।

ওই শিক্ষার্থীর নাম সাজ্জাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন সাজ্জাদ। অবস্থার কোনো উন্নতি না হলে তার রুমের অন্যান্য সদস্যরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে আজিমপুরের ব্র্যাক বুথ অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্রে নিয়ে কোভিড টেস্ট করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। 

আরও পড়ুন: অধ্যাপক তাজমেরীকে দ্রুত মুক্তি দেয়ার দাবি সাদা দলের

সূত্র জানায়, করোনায় আক্রান্ত সাজ্জাদ যে রুমে থাকতেন সেটি ২৬ সদস্যের একটি গণরুম। একই রুমের আরও কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ। তাদের মধ্যেও করোনাভাইরাসের লক্ষণ দেখা গেছে। এতে অন্য শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাজ্জাদের রুমমেট মামুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বেশ কয়েকদিন ধরে সাজ্জাদের জ্বর-সর্দি ছিল। করানো পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্রুত তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এখন সে বাড়িতেই আছে। সেখানেই চিকিৎসা নিচ্ছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০টি নতুন বিষয় চালুর চিন্তা

সার্বিক বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো আকরাম হোসেন বলেন, আমাদের হলের কারো করোনায় আক্রান্তের খবর জানা নেই। এক ছাত্রের জ্বর হয়েছিলো। পরে সে বাড়ি চলে গেছে।


সর্বশেষ সংবাদ