রাবিতে শহীদ কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০৩:২৫ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২২, ০৩:২৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের জন্য দশতলা বিশিষ্ট ‘শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান’ আবাসিক হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটন) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও সুলতান-উল-ইসলাম, প্রক্টর লিয়াকত আলী প্রমুখ।
আরও পড়ুন: ১৯ মাস পর খুলল রাবির হল, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
এর আগে, ২০১৮ সালে ২৯ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রসঙ্গত, প্রায় ৫১১ কোটি টাকা ব্যয়ে ২৪ হাজার বর্গমিটার জায়গার উপর নির্মিত হবে অত্যাধুনিক এই হলটি। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী থাকতে পারবেন।
আরও পড়ুন: রাবির হল গেটে তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে আবাসন সুবিধার জন্য রয়েছে ১৭টি আবাসিক হল। ছাত্রদের ১১টি হলের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক আবাসিক হলের আসন ৩১২টি, শাহ মখদুম হলে ৪৩৪, নবাব আব্দুল লতিফ হলে ৩১৯, সৈয়দ আমীর আলী হলে ৪১০।
শহীদ শামসুজ্জোহা হলে ৪৩১, শহীদ হবিবুর রহমানে ৭২৮, মতিহার হলে ২৮৮, মাদার বখশ হলে ৫৮৪, শহীদ সোহরাওয়ার্দী হলে ৫৯২, শহীদ জিয়াউর রহমান ৫৯৮ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৯৪টি আসন রয়েছে। ছাত্রদের আবাসিক হলে মোট আসন ৫ হাজার ১৯০টি।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ‘বঙ্গবন্ধু কর্ণার’ পাচ্ছে রাবির ২ হল
অন্যদিকে ছাত্রীদের আবাসিক হল আছে ৬টি। এর মধ্যে মন্নুজান হলে আসন সংখ্যা ৮৬০টি, রোকেয়া হলে ৭২০, তাপসী রাবেয়া হলে ৪৬৯, বেগম খালেদা জিয়া হলে ৪৫২, রহমতুন্নেসা হলে ৫৮০, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ৫২৮টি আসন রয়েছে। ছাত্রীদের জন্য ছয়টি হলে ৩ হাজার ৬০৯টি আসন রয়েছে।
এছাড়াও গবেষক শিক্ষার্থীদের জন্য শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে আসন রয়েছে ২৬টি। সবমিলিয়ে আবাসিক সুবিধা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার ৮২৫ জন শিক্ষার্থী।