ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

মানববন্ধনে শিক্ষার্থীরা
মানববন্ধনে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বরিশালে শিক্ষার্থীদের উপর যারা এই বর্বর হামলা চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে ছাত্ররা এসব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

মাহফুজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, এমন এক সমাজে আমরা বসবাস করি যেখানে শিক্ষার্থীদের উপরও নির্মম নির্যাতন চালানো হয়। আমরা শ্রমিকদের বিরুদ্ধে না, আমরা শ্রমিক-সন্ত্রাসীদের বিরুদ্ধে। সবাই যদি এখনই এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কেউ এই সন্ত্রাসযজ্ঞ থেকে রেহাই পাবে না। যেখানেই অন্যায়-অনিয়ম সেখানেই প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতীত ইতিহাস বলে ছাত্রসমাজ যখনই কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে তখনই সেটি সফল হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence