ছাত্রদল নেতার উদ্যোগ

‘ভুলে’ ভাইভাতে অংশ না নেওয়া মারজিয়ার যেভাবে ঢাবিতে ভর্তির সুযোগ

  © সংগৃহীত

ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া সত্ত্বেও ভুলে ভাইভাতে অনুপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন মারজিয়া আক্তার। তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের আন্তরিক সহায়তা, পরিবারের চেষ্টার পাশাপাশি ঢাবি ছাত্রদলের এক নেতার সহযোগিতায় শেষ পর্যন্ত তার ভর্তির পথ সুগম হয়।

জানা গেছে, মতিঝিল আইডিয়াল কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করা মারজিয়া চলতি ২০২৪-২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষায় ১০৪৫তম স্থান অর্জন করেন। গত ২৮ এপ্রিল নির্ধারিত মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়ার কথা ছিল। তবে বিভ্রান্তির কারণে নির্ধারিত দিনে ভাইভাতে অংশগ্রহণ করতে পারেননি তিনি। পরবর্তীতে গত ৩ মে বিষয়টি জানতে পারলে দেখা যায়, তাকে ভাইভাতে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি। 

এর ফলে ঢাবি ভর্তিতে অনিশ্চয়তার মধ্যে পড়েন তিনি। তবে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান তার এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। গত ৩ মে দুপুরে নতুনভাবে আবেদন করে পরপর দু-দিন কলা অনুষদের ডিন অফিস ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ওই ছাত্রীকে নিয়ে দৌড়ঝাঁপ করেন এই নেতা। পরে আসন শূন্য থাকার প্রেক্ষিতে আজ বুধবার (৭ মে) শেষ পর্যন্ত দর্শন বিভাগে মারজিয়ার ভর্তি অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, স্নাতকে ভর্তির সবকিছু অনলাইনে সম্পন্ন হয়। এ কাজটি করে মূলত ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস। ফলে যথাসময়ে মারজিয়াসহ কয়েকজন শিক্ষার্থী ভাইভাতে অংশ না নেওয়ায় তাদের কোনো বিষয় আসেনি। তবে পরবর্তীতে এসব শিক্ষার্থী যোগাযোগ করলে আসন খালি থাকা সাপেক্ষে তাদের ভর্তির ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে আজ বুধবার (৭ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হি‌সে‌বে অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ডিন অফিস থেকে এসব কাজ করা হয় না। তবে মারজিয়াসহ কয়েকজন শিক্ষার্থী বিষয়টি আমাকে জানালে আমি ভর্তি অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং পরবর্তীতে তারা আবেদন করলে তা সেখানে ফরওয়ার্ড করি। এরপর শর্ত পূরণ করা এবং আসন খালি থাকা সাপেক্ষে তাদের ভর্তির সুযোগ হয়।

আরো পড়ুন: কওমি থেকে আলিয়া হয়ে ঢাবি—৪ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তারীফের দীর্ঘ যাত্রা

ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম জানান, আমি গত ৩ তারিখ দুপুরে ঘটনাটি জানতে পারি। এরপরই কলা অনুষদের ডিন স্যারকে অবহিত করি। স্যারের যথাযথ দিকনির্দেশনায় সেদিন বিকেল থেকেই পুনরায় আবেদনপত্র দিয়ে কার্যক্রম শুরু করি। সংশ্লিষ্ট সকলেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ চালিয়ে যায়। আসন শূন্য থাকা সাপেক্ষে আজ মারজিয়া আবারো সাবজেক্ট ফিরে পায়। এই ঘটনাটি নিঃসন্দেহ আনন্দের।

মারজিয়ার মা সানজিদা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার মেয়ে মারজিয়া এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০৪৫তম হয়। বুঝতে ভুল হওয়ার কারণে নির্ধারিত মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে যায়নি। পরবর্তীতে আবিদুলের সহযোগিতায় ভাইভা অংশ নেয়। এছাড়া মারজিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৫০১তম হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence