ঢাবির আইবিএ দক্ষ ও মানসম্পন্ন বিজনেস গ্র্যাজুয়েট তৈরির অনন্য প্রতিষ্ঠান: উপাচার্য

ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সনদ নিচ্ছেন এক গ্র্যাজুয়েট
ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সনদ নিচ্ছেন এক গ্র্যাজুয়েট  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে (আইবিএ) দক্ষ ও মানসম্পন্ন বিজনেস গ্র্যাজুয়েট তৈরির এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেছেন, জাতির প্রত্যাশা পূরণে গ্র্যাজুয়েটদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শুক্রবার (২ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইবিএ-এর ৫৭তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শাকিল হুদার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী গ্র্যাজুয়েশন স্পিকার হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন।

আরো পড়ুন: বুয়েটে ৩ আসন শূন্য রেখে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আইবিএ গ্র্যাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সমাজ, পরিবার, পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি দায়বদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সমুন্নত রেখে মেধা ও দক্ষতার মাধ্যমে পেশাগত জীবনে খ্যাতি অর্জনের চেষ্টা চালাতে হবে। কর্মজীবনে প্রতিনিয়ত সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।


সর্বশেষ সংবাদ