ঢাবিতে কুয়েট ভিসির কুশপুত্তলিকা দাহ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১১:২৯ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১১:২৯ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান আন্দোলন এর প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশ শেষে কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার বিচার করার পরিবর্তে সাধারণ শিক্ষার্থীদের বহিষ্কারের ব্যবস্থা করেছেন। অতি শিগগিরই কুয়েট ভিসি পদত্যাগ না করলে আরো কঠিন আন্দেলনের ডাক দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন, কুয়েটে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুধু লাঠিসোটা নয় সাধারণ ছাত্রদের উপর কয়েক রাউন্ড গুলিও করে। যে ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, যে ভিসি থাকা অবস্থায় বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় সে ভিসি পদে থাকার যোগ্যতা হারায়।