চবির শাটল ট্রেনে সিনিয়রকে মারল জুনিয়ররা, বিক্ষোভ
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৯ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কথা-কাটাকাটির একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থীকে মারধর করে জুনিয়র শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে প্রক্টর বরাবর এক লিখিত অভিযোগপত্র জমা দেন তারা।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পদার্থবিদ্যা বিভাগের ৫৫তম ব্যাচের শিক্ষার্থী শুভংকর দে।
লিখিত আবেদন পত্রে বলা হয়, আমরা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৫৫তম ব্যাচের শিক্ষার্থী। বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টা ৪০-এর শাটলে আমাদের শিক্ষাবর্ষের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী শুভংকর দের ওপর তর্কাতর্কির জেরে চবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের (আইএমলএল) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহিম রোহান, সোহেল, মো. মামুন ও একই বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিলে বর্বরোচিত হামলা করে এবং শাটল থেকে মারধর করে নামিয়ে দেয়।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে ঢাবিতে হামলায় জড়িতদের তথ্য প্রকাশের ঘোষণা শিক্ষার্থীদের
আবেদন পত্রে আরও বলা হয়, বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চিকিৎসাধীন আছে। তার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তার চলমান ৪র্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করাও অনিশ্চিত। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনায় অভিযুক্ত তাহিম রোহানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে তিনি প্রক্টর বরাবর একটি চিঠিতে গতকালের বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং এ ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে স্বীকার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমাদের কাছে একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেটার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবেন।’