চবির পাঁচ শিক্ষার্থী অপহরণ, তীব্র নিন্দা ও মুক্তির দাবি পাহাড়ি ছাত্র পরিষদের

অপহরণকৃত চবির পাঁচ শিক্ষার্থী
অপহরণকৃত চবির পাঁচ শিক্ষার্থী  © সংগৃহীত

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশের পাশাপাশি অপহরণকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। বুধবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সংগঠনটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল আনুমানিক সাড়ে ৬টায় খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সশস্ত্র সন্ত্রাসীরা। 

অপহৃত শিক্ষার্থীরা হলেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি স্রো। তাদের সকলের বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে এবং একইসাথে অবিলম্বে অপহৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপহৃত শিক্ষার্থীরা বিঝু উৎসব উপলক্ষে বন্ধুদের সাথে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে যায়। উৎসব শেষে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে। ঐদিন চট্টগ্রামগামী বাসের টিকিট না পেয়ে তারা খাগড়াছড়ির কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করে। আজ সকালে খাগড়াছড়ির কুকিছড়া থেকে টমটম গাড়ি যোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি আটকায় এবং টমটম গাড়ির ড্রাইভারসহ ৫ (পাঁচ) জন শিক্ষার্থীকে সেখান থেকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শিক্ষার্থীদের মধ্যে রিশন চাকমা পিসিপির চবি শাখার একজন সদস্য।

উল্লেখ্য, গত ৬ আগস্ট ২০২৪ তারিখেও রাঙ্গামাটি সদর থেকে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধর করে তিনদিন পর ছেড়ে দেয়। অধিকারকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের উপর ইউপিডিএফ সন্ত্রাসীদের এ ধরণের ন্যাক্কারজনক অপহরণ ঘটনা ছাত্র-জনতার নেতৃত্বাধীন দেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোনভাবেই কাম্য নয় এবং এটি গণঅভ্যুত্থান চেতনার পরিপন্থি। অবিলম্বে পিসিপি অপহৃত পাঁচজন শিক্ষার্থী ও ড্রাইভারকে সুস্থ শরীরে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে এবং একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খাগড়াছড়ি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা বিষয়টি জানার পর উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence