চবির সমাবর্তনের আবেদনের সময় পরিবর্তন
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৮:১৯ PM

দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান। তবে এবার ঈদ ও টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আজ সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী। শুরুতে মূল সনদ উত্তোলনকারী শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ না দিলেও পরে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতঃপূর্বে সনদ উত্তোলনকারীদের (২০১১-২০২৩) মধ্যে যারা ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আবেদনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঈদুল ফিতর এবং টেকনিক্যাল কারণে এ পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সনদ উত্তোলনকারী শিক্ষার্থীগণ এখন আগামী ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল, ২০২৫ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
এছাড়া শিক্ষার্থীগণ শুধুমাত্র তাদের মূল সার্টিফিকেট এর কপি আপলোড করে নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা অনলাইনে পেমেন্ট করে আবেদন করতে পারবেন। গাউন নেয়ার সময় মূল সার্টিফিকেট জমা দিয়ে গাউন সংগ্রহ করবেন এবং গাউন জমা দিয়ে বুথ থেকে সার্টিফিকেট সংগ্রহ করবেন।
উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী এ সময়সূচি ছিল ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত।