সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চবি ছাত্রদলের ইফতার
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৬:৪২ PM

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিবেদিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘পথের পাঁচালী’র প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।
চবি ছাত্রদল নেতা সাঈদ মোহাম্মদ রেদোয়ান বলেন, ‘রমজান উপলক্ষ্যে অনেকেই ইফতার মাহফিলের আয়োজন করে। আমরা চাচ্ছিলাম ভিন্নভাবে একটা আয়োজন করতে। সে লক্ষ্যে আমরা পরিকল্পনা হাতে নেই। চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন ভাইকে জানালে তিনি সহযোগিতার আশ্বাস দেন। ইতঃপূর্বে তার সহযোগিতায় আমরা ১ম থেকে ৮ম রমজান পর্যন্ত ক্যাম্পাসে ইফতার বিতরণ করি। ভবিষ্যতে ভালো কাজে এবং শিক্ষার্থীদের সেবায় ছাত্রদল নিয়োজিত থাকবে সবসময়।’
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার আয়োজন করেছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসা ভাগ করে নেওয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’