ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ১২:০৭ PM

যুদ্ধ বিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষক বলেন, ইসরায়েল কর্তৃক নারী-শিশুদের হত্যার ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরায়েল এই রমজানে সেহরির সময়ে নারকীয়ভাবে ফিলিস্তিনিদের হত্যা করেছে। আর এতে মদদ দিচ্ছে আমেরিকা। আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, যেন বিশ্বের সব মুসলমানরা একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা বাংলাদেশ সরকারের কাছেও আহ্বান জানাই ইসরায়েলের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানানোর জন্য।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বড় বড় কোম্পানির অস্ত্র বিক্রি করার জন্য। এখানে শান্তি প্রতিষ্ঠা হলে তাদের অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যাবে। এজন্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে দেওয়া হচ্ছে না।
বিশ্বের সব মুসলমানদের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সারা বিশ্বের মুসলমানরা ইসরায়েলি পণ্য বয়কট করব। যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাব। সকলে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব।
মানববন্ধনে উপস্থিত আরেক শিক্ষক বলেন, সমগ্র বিশ্বের প্রতি আমাদের আহ্বান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে এর অবসান ঘটানো হোক।