রাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  © টিডিসি ফটো

"জনগণের টাকা, আমাদের শ্রম— অসহায়কে সাহায্য করা স্বয়ং আল্লাহকে সাহায্য করার শামিল (আল হাদিস)" এই প্রত্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১৯ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয়। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি যদি এমন মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হয়, তাহলে তা সমাজের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। সহায়তা ফাউন্ডেশন যে কাজটি করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচিতে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।”  

তিনি আরও বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু আমাদের দায়িত্বই নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও বটে। তাদের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনকে একটু উজ্জ্বল করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এই ধরনের উদ্যোগ শুধু সাময়িক সাহায্যই নয়, বরং এটি সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করে।”  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, পরিচালক, ক্যারিয়ার এইড, বিনোদপুর শাখা; মেহেদী সজীব (জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক); সালাউদ্দিন আম্মার ও মাহায়ের ইসলাম (জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক)। অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন তৌহিদুর রহমান ও সোহাগ মিয়া— উভয়েই জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক।  

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করা হয়েছে। তারা প্রত্যাশা করেন, সমাজের সকল শ্রেণির মানুষ এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।  

এই উদ্যোগটি শুধু ঈদ সামগ্রী বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ ও মানবিকতার প্রতিফলন। আশা করা যায়, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের প্রতিটি স্তরে এর প্রভাব ছড়িয়ে পড়বে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence