ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের অবস্থার অবনতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৫, ০১:৩৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে অস্ত্রোপচার প্রয়োজন হলেও সেটি করা যাচ্ছে না।
শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এক ব্রিফিংয়ে এ সব তথ্য জানান ডা. নজরুল হোসেন।
নজরুল হোসেন বলেন, স্যারের ব্লাড প্রেসার ঠিক আছে। রক্ত দেওয়ার পর প্ল্যাটিলাইট কাউন্ট এক লাখের বেশি। ইউরিন আউটপুট স্বাভাবিক, হার্টের অবস্থা ঠিক আছে। কিন্তু ব্রেইনের অবস্থা বৃহস্পতিবার (৬ মার্চ)রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। ব্রেইনের অবস্থার কিছুটা উন্নতি হলে অপারেশন করা যাবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশন দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।