চবিতে বঙ্গবন্ধু, ফজিলাতুন্নেছা, হাসিনা, ইউসুফ, কামালের নামে থাকা ৬ স্থাপনার নাম পরিবর্তন

চবি
চবি  © লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, ফজিলাতুন্নেছা মুজিব, শেখ হাসিনা, আবু ইউসুফ, শেখ কামালের নামে থাকা মোট ৬টি স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। 

 ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‌‘স্বৈরাচারী শেখ হাসিনার একচেটিয়া দলীয় ও পরিবারকরণ করে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করেছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তাই ফ্যাসিবাদী চিহ্ন তার বা তার পরিবারের নামে কোন স্থাপনার নামকরণ বহাল রাখা ছাত্র-জনতার নিকট যৌক্তিক না। তাই সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং নতুন নাম ঠিক করা হয়েছে।’ 

গণঅভ্যুত্থানে চবির দুজন শহীদের নামে একটি হল ও একটি ভবনের নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘শহীদ ফরহাদ হোসেন হল’, আবু ইউসুফ ভবনের পরিবর্তিত নাম হয়েছে ‘শহীদ হৃদয় তরুয়া ভবন’।

এছাড়া শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম 'বিজয় ২৪', শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘নবাব ফয়জুন্নেছা হল’, বঙ্গবন্ধু উদ্যানের পরিবর্তিত নাম ‘জুলাই বিপ্লব উদ্যান’ এবং শেখ কামাল জিমনেসিয়ামের পরিবর্তিত নাম ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম’।


সর্বশেষ সংবাদ