ঢাবির হলে লুঙ্গি চুরি করতে গিয়ে যুবক আটক

আটক ইফতেখার উল হক
আটক ইফতেখার উল হক  © টিডিসি

গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে লুঙ্গি চুরি করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হলেন এক যুবক। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটায় সূর্য সেন হলের উত্তর ব্লকের ৩১৫ নম্বর কক্ষের সামনের থেকে লুঙ্গি চুরি করে বস্তায় ঢুকাতে গেলে তাকে হাতেনাতে ধরেন শিক্ষার্থীরা। পরে সকালে তাকে হল প্রশাসনের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, আটক ওই যুবকের নাম ইফতেখার উল হক। দীর্ঘদিন ধরে এ এফ রহমান হলের ৩০১ নম্বর কক্ষে থাকতেন তিনি। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

প্রত্যক্ষদর্শী সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী জোবায়ের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৩১৫ নম্বর কক্ষের সামনে থেকে লুঙ্গি নিয়ে বস্তায় ঢুকানোর সময়  আনবির আহমেদ ইনজামামকে আটক করা হয়। প্রথমে তার নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। লুঙ্গি বস্তায় কেন ঢুকাচ্ছেন—এমন প্রশ্ন করলে ইনজামাম বলেন, এই প্রথম নাকি তিনি এই হলে এসেছেন। পরে তার মোবাইল ফোন চেক করেন শিক্ষার্থীরা। তার ফোনে ছাত্রদলের পূরণ করা সদস্য ফর্ম পাওয়া যায়। এ ছাড়া নেতাদের সঙ্গে ছবি এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের তথ্যও পাওয়া যায়।

আরও পড়ুন: জাবি ছাত্রদলের কমিটিকে অসহযোগিতার ঘোষণা শতাধিক নেতা-কর্মীর

ঘটনার বিষয়ে সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘এখন আমরা তাকে (যুবক) নিয়ে বসেছি। আমাদের হাউস টিউটররা আসছেন। এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই ছেলে কলেজে পড়ার পর আস পড়েনি। বিভিন্ন হলে তার বন্ধু রয়েছে। আমাদের হলেও একজন আছে। তাকেও ডাকা হয়েছে। এ এফ রহমান হলের যে বন্ধু রয়েছে সে বরিশাল। তার সাথে কথা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence