ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)  © ফাইল ফটো

চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ আলোচনা সভার আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমরা পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা বলেছিলাম। তবে এর মধ্যে পোষ্য কোটা বাতিল আন্দোলনসহ কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে আসায় সেটা সম্ভব হয়নি। এসব নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। তবে এবার আর আমরা সময় দিচ্ছি না। এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসুর রোডম্যাপ প্রকাশ করা হবে।’

সবাইকে রাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ঠিক রাখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘রাকসু যেহেতু শিক্ষার্থীদের চাওয়া এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, তাই শিক্ষার্থীদের সহযোগিতাই এখানে মুখ্য ভূমিকা পালন করবে। এ ছাড়া গণতন্ত্রমনা এবং রাজনৈতিক সংগঠনের বাইরে মুক্তচিন্তা চর্চা করে—এমন ১০০ শিক্ষক এবং ১ হাজার শিক্ষার্থী হলেই আমরা রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।’

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি পরিচালক আরাফাত আলী সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক।

সভায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নোমান ইমতিয়াজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারবলে রাকসুর সভাপতি। তিনি চাইলে কমিটির যে কাউকে বা পুরো কমিটিকে বহিষ্কার করতে পারেন। যেহেতু রাকসুকে গণতন্ত্র চর্চার ক্ষেত্র বলা হচ্ছে, এ ক্ষেত্রে উপাচার্যের এই অতিরিক্ত ক্ষমতা সুষ্ঠু গণতন্ত্র চর্চাবহির্ভূত বলে মনে করি। তাই রাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক নওসাজ্জামান বক্তব্যে রাকসুর কার্যনির্বাহী কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য একটি পদ রাখার দাবি জানান।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence