ঢাবির মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এতে মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জি এস সাইদুর রহমান (সাইদ সোহরাব) কে আহবায়ক এবং শেখ মো. নাসিমকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন, ড. শামসুদ্দিন ইলিয়াস, গাজী কামরুল ইসলাম সজল, শাহীন সিদ্দিক লিটন, সুলতান মো. নাসির উদ্দিন, আবদুল আওয়াল খোকন, রশিদুল আলম আলম তালুকদার, হাবিবুর রহমান, নূরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, ড. শরীফুল ইসলাম দুলু, মিজানুর রহমান খান, ড. মো. শওকত হোসেন, এস এম জাহাঙ্গীর কবীর, আসফ কবীর চৌধুরী (শত), আইনুল হক বাবুল, ইলিয়াস খান, আফজাল রহমান (রিয়েল), তৌহিদুল ইসলাম টিটু, দেলোয়ার হোসেন, জাহিদ হোসেন ভূঞা, জাহিদ রহমান, শহিদ আলমগীর, গোলাম হাফিজ নাহীন, নাহিদ হোসেন, মঞ্জুর রশীদ বিদ্যুৎ, মকবুল হোসেন পাইক, মো. ফারুক (শাসন), এম এম আবদুল্লাহ আল মামুন তুহিন, বাবুল হোসেন হাওলাদর ও জালাল মোহাম্মদ স্বপন।
সভায় উপস্থিত সদস্যগণ আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করেন।