মাদকে আসক্ত ছিলেন আবু সালেহ, নিজ বাড়িতে দিয়েছিলেন আগুনও

নিহত আবু সালেহ
নিহত আবু সালেহ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গাছের চূড়া থেকে উদ্ধার হওয়া লাশ শনাক্ত করেছেন নিহত আবু সালেহের দুই ভাই। তারা জানিয়েছেন, মাদকে আসক্ত ছিলেন সালেহ। নিজ বাড়িতে আগুনও দিয়েছিলেন তিনি। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনের একটি গাছ থেকে সালেহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করেন তার দুই ভাই মোহাম্মদ আলী এবং আবু হায়দার ছোটন।

জানা গেছে, আবু সালেহরা ৪ ভাই। তাদের মধ্যে সবার বড় সালেহ। তিনি বেশ কয়েক বছর টেইলার্সে কাজ করেছেন। তবে বাজে বন্ধুদের সঙ্গে আড্ডায় পড়ে আনুমানিক ২০ বছর আগে জড়ান নেশায়। গাঁজা, ইয়াবা থেকে শুরু করে প্যাথেডিন নিতেন বন্ধুদের সঙ্গে মিশে। নেশায় আসক্তি এমন পর্যায়ে পৌঁছায় যে, মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন তিনি।

সালেহর ছোট ভাই মোহাম্মদ আলী জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার নগরকসবা গ্রামে। তার বাবার নাম আবদুর রব। তারা পরিবার নিয়ে বহু বছর ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জের নয়াবাড়ি এলাকায় থাকেন। আবু সালেহ অবিবাহিত। প্রথম প্রথম তাকে সবাই বুঝিয়ে মাদক থেকে বিরত রাখার চেষ্টা করেন। তবে দিন দিন তার আসক্তি বাড়তে থাকে। সবশেষ গত তিন বছর আগে দর্জির কাজ ছেড়ে দেন। বাড়ি থেকেও চলে আসেন। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে থাকতেন। মাঝেমধ্যে তিনি বাড়িতে যেতেন। সেখানে দুই-একদিন থেকে মা-বাবা, ভাইদের কাছ থেকে কিছু টাকা-পয়সা চেয়ে নিয়ে আবার হুট করেই চলে আসতেন। তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হতো না। সবশেষ গত পাঁচ দিন আগেও সালেহ বাড়িতে গিয়েছিল। তখন মায়ের কাছ থেকে ওষুধ কেনার কথা বলে ১ হাজার টাকা নিয়ে আসে। এরপর আর কারও যোগাযোগ হয়নি। সবশেষ শাহবাগ থানা পুলিশের মাধ্যমে তার লাশ উদ্ধার হওয়ার খবর শুনতে পান তারা।

আবু সালেহর আরেক ছোট ভাই আবু হায়দার ছোটন জানান, মাদকাসক্ত হওয়ার পর গত ৭-৮ বছর আগে একবার নিজেদের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগিতায় সেই আগুন নেভানো হয়। এরপর গত পাঁচ বছর আগে একবার কেরানীগঞ্জের ওই এলাকার একটি বড় গাছে উঠে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিলেন। তখন স্থানীয়রা দেখে তাকে গাছ থেকে নিচে নামান।

তিনি বলেন, আবু সালেহ মাঝেমধ্যেই উদ্ভট কথাবার্তা বলতেন। বিশেষ করে যারা মারা গেছেন সেইসব মৃত ব্যক্তিরা তাকে ডাকাডাকি করে বলে তাদের জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ