ঢাবির আরবি বিভাগে আন্তর্জাতিক সম্মেলন শুরু
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের উদ্যোগে ‘কারেন্ট ট্রেন্ডস ইন আরাবিকে ল্যাংগুয়েজে এন্ড লিটারারি স্টাডিস’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আর সি মজুমদার আর্টস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলন উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুরে আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আরও পড়ুন: নতুন বাংলাদেশ অর্জনে শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত: ঢাবি উপাচার্য
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আরবি ভাষা ও সাহিত্যকে উপজীব্য করে প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। পবিত্র কোরআনের ভাষা হওয়ায় এর যেমন মর্যাদা রয়েছে, তেমনি আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের ক্ষেত্রেও এ ভাষার গুরুত্ব অপরিসীম। নিয়মিত পড়াশোনা ও বিভাগের শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার মাধ্যমে আরবি ভাষায় দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।