ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের উদ্যোগে নারীদের ফ্রি মেডিকেল ক্যাম্প
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সামাজিক সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এবং ‘আমেনা শেখ সমাজকল্যাণ সংস্থার’ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জের মাসুমপুরে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সহায়তা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বিকাল ৪টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে ৫০০ জন নারী অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল নারীদের দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নারীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতা সেশন। সেশনটি পরিচালনা করেন গাইনোকলজি ও অবস্টেট্রিক্স বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস। তিনি সুষম খাদ্যাভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং সাধারণ স্বাস্থ্য সমস্যা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি উপস্থিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, “নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সচেতনতা অত্যন্ত জরুরি। নিয়মিত চিকিৎসা পরামর্শ গ্রহণ এবং সঠিক জীবনধারা অনুসরণ করতে হবে। আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হলে পরিবারও সুস্থ থাকবে।”
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সহ-সভাপতি সেলিনা সিদ্দিকা আন্না অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সামছুল হুদা, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সমাজকল্যাণ সম্পাদক ও অ্যাপারেল সিগনেচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফুরকান আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা (পাভেল) এবং জীবন সদস্য আব্দুল্লাহ আল মাসুদ (অশ্রু) ও মো. সারওয়ার হোসেন।
সমাজকল্যাণ সম্পাদক এস এম ফুরকান আলী তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের সব স্তরের মানুষের পাশে থাকা। নারীদের স্বাস্থ্য ও সুরক্ষায় এই ধরনের উদ্যোগ আমাদের নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে দেশের অন্যান্য জেলায়ও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”