জাবির হলে ছাত্রীর ঝুলন্ত লাশ, ভিডিও কলে তরুণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বীরপ্রতীক তারামন বিবি হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ৭ম তলার ৭০০৫ নম্বর কক্ষে তার লাশ পাওয়া যায়। এ সময় এক তরুণের সঙ্গে ভিডিও কলে ছিলেন তিনি।

নিহত ছাত্রী ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (৫৩ তম ব্যাচ) শিক্ষার্থী তাকিয়া তাসনিম। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। ঘটনার সময় এক তরুণের সঙ্গে ভিডিও কলে ছিলেন তিনি। তাদের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই তিনি এ মর্মান্তিক সিদ্ধান্ত নেন। তৎক্ষণাৎ তাকিয়ার প্রেমিকা (সাব্বির) মেয়েটির বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করতে বলেন। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন।

আরো পড়ুন: পরীক্ষায় চান্স না পেয়েও তিন লাখ টাকায় ভর্তি মেরিটাইম ইউনিভার্সিটিতে!

দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান বান্ধবীরা। দ্রুত তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের কর্তব্যরত চিকিৎসককে হলে নিয়ে আসেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ