শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জাবির রেজিস্ট্রার ভবনে তালা

জাবি রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে শিক্ষার্থীদের অবস্থান
জাবি রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে শিক্ষার্থীদের অবস্থান  © সংগৃহীত

সম্প্রতি, জাবি ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন আফসানা করিম রাচি নামে এক শিক্ষার্থী। রাচির  মৃত্যুতে বিচার চেয়ে  দুই দিনের আল্টিমেটাম শেষে রেজিস্ট্রার ভবনে তালা দিয়েছেন  বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।

রবিবার (২৪ নভেম্বর) সকালে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার থেকে রেজিস্ট্রার ভবনের দিকে যায় তারা। সকাল সাড়ে ৮টা থেকে রেজিস্ট্রার ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে  অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে রেজিস্ট্রার ভবনে সকল ধরনের প্রবেশ-প্রস্থান বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে মশাল মিছিল করেন  শিক্ষার্থীরা। মশাল মিছিল শেষে অপরাধী রিকশা চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের (শুক্র-শনি) আল্টিমেটাম দেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে বসে- ‘তুমি কে আমি কে, রাচি রাচি,’ ‘আমার বোন কবরে, প্রশাসন কী করে?’, ‘রাচির ভাই-বোন, এক হও এক হও’, ‘জাস্টিস জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।

 


সর্বশেষ সংবাদ