ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্সে ভর্তি, আবেদন জিপিএ ২.৫০ হলেই

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত
প্রফেশনাল মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্টে (পিএমডিএম) শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ (জানুয়ারি-জুন) সেশনের ১৬তম ব্যাচে শিক্ষার্থী ভর্তিতে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
 
আবেদনের যোগ্যতা

শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৫ থাকতে হবে;

বিদেশি ডিগ্রি নেওয়া প্রার্থীদের ডিগ্রির সমতা নিরূপনের সব কাগজপত্র ভর্তির আগে জমা দিতে হবে;

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

অনলাইনে আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

সরাসরি আবেদন যেভাবে

আবেদনপত্র পূরণের পর দরকারি সব কাগজপত্র কলা ভবনের ৬ তলায়, ৬০৮১ নম্বর কক্ষে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা, শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং শনিবার কলা ভবনের লেকচার থিয়েটার ভবনের দ্বিতীয় তলায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দিতে পারবেন।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১৫০০ টাকা প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ

আগামী ৬ ডিসেম্বর, শুক্রবার, সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে;

আরও পড়ুন: মাস্টার্স, এমফিল ও পিএইচডিতে ভর্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ