প্রকাশিত সংবাদের প্রতিবাদ চবি অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ PM
গত ৪ সেপ্টেম্বর দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘শেয়ারবাজার কেলেঙ্কারিতে অভিযুক্ত আওয়ামীপন্থী অধ্যাপক চবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবাদলিপিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বলেন, প্রতিবেদনটিতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে আমার দায়িত্ব পালনকালীন কিংবা পরে কোনো তদন্ত কমিটি কিংবা উপযুক্ত কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন কিংবা তদন্ত রিপোর্ট না থাকলেও আমাকে তিনি অভিযুক্ত বানিয়েছেন।
আরও পড়ুন: শেয়ারবাজার কেলেঙ্কারিতে অভিযুক্ত আওয়ামীপন্থী অধ্যাপক আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে
“প্রতিবেদনে বলা হয়েছে, আমার পদত্যাগের বিষয়ে বিনিয়োগকারীরা মিছিল করেছেন। প্রতিবেদক নিশ্চয় অবগত আছেন যে, কেবল বাংলাদেশের শেয়ার মার্কেটে শেয়ারের মূল্য বৃদ্ধি ও মুনাফা অর্জনের জন্যে এখনো প্রায় প্রতিদিন মিছিল হয় এবং বাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করা হয়। কেবল এই ধরনের মিছিলের কারণে কি আমাকে শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্তও বলা যায়? এইভাবে কি গণমাধ্যম কাউকে অভিযুক্ত বলতে পারে? এটি খুব দুঃখজনক।”