রাবির হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত কমিটি

  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) এই কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী আট সপ্তাহের মধ্যে ঘটনার বিবরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও সুপারিশ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান গণমাধ্যমকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীরা ছাত্রদের নয়টি আবাসিক হলে ভাঙচুর করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার প্রাথমিক ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন হল প্রাধ্যক্ষরা। এতে ধারণা করা হচ্ছে, প্রায় চার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনা তদন্তে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম এক্রাম উল্যাহকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল।


সর্বশেষ সংবাদ