পাঁচ ঘণ্টার অচলাবস্থা শেষে অবরোধ ছেড়ে শাহবাগ ফিরছেন আন্দোলনকারীরা

  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে সকল গ্রেডে সকল ধরনের কোটাকে যৌক্তিক সংস্কারের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও রেলপথ ৫ ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন মোড় ঘুরে এমন চিত্র দেখা গেছে। পরবর্তীতে বিকেল পাঁচটার পর আন্দোলনকারীরা শাহবাগ ও নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে মৎস্যভবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট অবরোধ করেছেন তারা। এতে ফার্মগেটের উড়ালসড়কসহ এই পয়েন্টগুলোর সাথে সংযুক্ত পথে গত পাঁচঘন্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। 

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলসহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চানখারপুল মোড় অবরোধ করেছেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও সড়ক অবরোধ করেছেন। ফলে মিরপুর থেকে বিজয় সরণি ও আগারগাঁও থেকে শ্যামলী সড়কে যানবাহন চলাচল করছে না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ রাজধানীর কারওয়ান বাজার এলাকার রেললাইনে অবরোধ করে রাখেন।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী সড়কে অবস্থান নিয়েছেন। তারা মহাখালীর আমতলা রেলক্রসিং অবরোধ করেছেন। এতে দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ আছে।

শিক্ষার্থীরা পল্টন মোড় এবং গুলিস্তানের জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন। এতে পল্টন মোড়কে কেন্দ্র করে একদিকে জিরো পয়েন্ট থেকে পল্টনগামী রাস্তা, অপর পাশে বিজয়নগর থেকে পল্টনগামী রাস্তায় এবং দৈনিক বাংলা থেকে পল্টনগামী রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।  

জিরো পয়েন্ট মোড়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে সচিবালয় থেকে জিরো পয়েন্টগামী রাস্তা, গোলাপশাহ থেকে জিরোপয়েন্ট রাস্তা এবং স্টেডিয়াম থেকে জিরো পয়েন্টগামী রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রামপুরা ব্রিজের সামনেও শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে। 

প্রধান সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের কেন্দ্র শাহবাগ থেকে বলেন, আমাদের বাংলা ব্লকেড কর্মসূচি সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে। আমরা সকল জায়গায় আমাদের বাংলা ব্লকেড কর্মসূচি চালিয়ে যাব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence