ছুটি শেষে কার্যক্রম শুরু হচ্ছে ঢাবি ভর্তি অফিসের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ AM
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজ সোমবার (১৫ এপ্রিল) সে ছুটি শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
জানা গেছে, ভর্তি অফিস বন্ধ থাকলেও অনলাইনে কার্যক্রম চালু ছিল। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনভিত্তিক সকল কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
আরো পড়ুন: যবিপ্রবির নতুন শিক্ষাবর্ষে কোটা ছাড়া ভর্তির সুযোগ পাবেন ৯৪৫ শিক্ষার্থী
যেকোনো সমস্যা helpline@eis.du.ac.bd ই-মেইল অ্যাড্রেসে সে অবহিত করলে প্রয়োজনীয় সমাধান দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।