চলতি বছরের শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন

সমাবর্তনের প্রতীকী ছবি
সমাবর্তনের প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় সমাবর্তন আয়োজনের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, পঞ্চম সমাবর্তন করার জন্য ডিনস কমিটির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। ডিনস কমিটির এই সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট হয়ে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লেখব। এরপর রাষ্ট্রপতি যখন সময় দেবেন, তখনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে না। ডিনস কমিটির আজকের সভায় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আমরা সমাবর্তন আয়োজনের কাজ শুরু করেছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চারবার। সর্বশেষ ২০১৬সালে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সময় সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এরপর উপাচার্যের দায়িত্ব নিয়ে অধ্যাপক ড. শিরীণ আখতার অন্তত ছয়বার ঘোষণা দিয়েও সমাবর্তন আয়োজন করতে পারেননি। সমাবর্তন নিয়ে সে অচলাবস্থা এবার উপাচার্যের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেন চবির ১৯তম উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের।


সর্বশেষ সংবাদ