চবির নতুন ভিসি অধ্যাপক আবু তাহের, প্রজ্ঞাপন যেকোনো সময়

অধ্যাপক ড. মো. আবু তাহের
অধ্যাপক ড. মো. আবু তাহের  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি (উপাচার্য) হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। আজ সোমবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে। 

অধ্যাপক ড. মো. আবু তাহের চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। আজ সোমবার (১৮ মার্চ) বা আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) তাকে ভিসি নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

আরও পড়ুন: উপাচার্য হয়ে চবিতে ফিরছেন ইউজিসি সদস্য অধ্যাপক আবু তাহের?

শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সোমবার বেলা আড়াইটার দিকে অধ্যাপক আবু তাহেরের ফাইলে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এটি ডি নথি আকারে আমাদের মন্ত্রণালয়ে আসবে। এরপর তা প্রজ্ঞাপন আকারে জারি হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) শতরুপা তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চবি ভিসি কে হবেন সে বিষয়ে এখনো কোনো পত্র আমরা পাইনি। চিঠি পাওয়া মাত্র আমরা এটি প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেব।

জানতে চাইলে অধ্যাপক ড. আবু তাহের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চবির ভিসি হওয়ার বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন হাতে পাইনি। তাই এ বিষয়ে আপাতত মন্তব্য করতে পারছি না।

ইউজিসির তথ্য বলছে, পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. আবু তাহের ২০২০ সালের সেপ্টেম্বরে ৪ বছরের জন্য ইউজিসিতে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন।

এর আগে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্টের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. মো. আবু তাহের জীবন বীমা করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশে তার শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত ব্যবসায় প্রশাসনবিষয়ক ১৫টি গ্রন্থ অনার্স এবং মাস্টার্স পর্যায়ে পাঠ্য হিসেবে পঠিত হচ্ছে।

অধ্যাপক ড. মো. আবু তাহেরের জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। সেখানকার কাঞ্চনা হাইস্কুল মাধ্যমিকের পর চট্টগ্রাম কলেজে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ে থেকে উচ্চতর শিক্ষা এবং গবেষণা সম্পন্ন করেন তিনি।

কর্মজীবনের শুরুতে তিনি ১৯৮৫ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন। পরে চাকরিতে ইস্তফা দিয়ে ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ সালে ওই বিভাগে অধ্যাপক পদে উন্নীত হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence