ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল  © ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। 

এরপর ক্যাম্পাসে ফিরে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কাজে যোগদান করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে ৪ দিনের জন্য সৌদি আরব গমন করেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এদিন থেকে উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করেন।


সর্বশেষ সংবাদ