ইসিকে লাল কার্ড দেখাবেন ঢাবির একদল শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক ডামি নির্বাচন’ আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই নির্বাচন বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনসহ চার দাবিতে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার মানববন্ধন ও পদযাত্রা করেছেন তাঁরা। আগামীকাল বুধবার তাঁরা নির্বাচন কমিশনকে (ইসি) লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছেন।
আগামীকাল বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখানোর এই কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। গতকাল ও আজ বিকেলে তাঁরা রাজু ভাস্কর্যে মৌন মানববন্ধন করেছেন। আজ মৌন মানববন্ধনের পর তাঁরা ক্যাম্পাসে নীরব পদযাত্রাও করেছেন। আন্দোলনকারী এই শিক্ষার্থীরা ‘গণতন্ত্রের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে দ্বাদশ নির্বাচনের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি পালন করেছেন।
আজ মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের পক্ষে, স্বৈরাচারের বিরুদ্ধে’, ‘মাফিয়া সরকার আর কখনো না’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিল। তাঁদের অন্য তিন দাবি হলো—সব দলের অংশগ্রহণে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করে টেকসই ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা সৃষ্টি; সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রের সব অঙ্গের সঙ্গে একাডেমিয়ার সম্পর্ক নিশ্চিত করা।
মানববন্ধনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র নূমান আহমাদ চৌধুরী বলেন, আগামীকাল বিকেল চারটায় তাঁরা রাজু ভাস্কর্যের পাদদেশে নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি করবেন। দাবি আদায়ে তাঁদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে।
আজকের কর্মসূচিতে অন্যদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রনি, নৃত্যকলা বিভাগের সাইমুন নাহার, সংগীত বিভাগের সীমা আক্তার, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞানের উমামা ফাতেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরমানুল হক প্রমুখ অংশ নেন। তাঁদের কেউ কেউ গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত।