ঢাবিতে ‘অভ্র’ উদ্ভাবনের নেপথ্যের গল্প শুনালেন মেহদী হাসান 

বাংলা  অভ্র কিবোর্ড বিষয়ে উন্মুক্ত আড্ডা ও আলোচনা সভা
বাংলা অভ্র কিবোর্ড বিষয়ে উন্মুক্ত আড্ডা ও আলোচনা সভা  © টিডিসি ফটো

জনপ্রিয় বাংলা ‘অভ্র’ কিবোর্ড সফটওয়্যার উদ্ভাবনের নেপথ্যের গল্পগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে এক উন্মুক্ত আড্ডা ও আলোচনা সভা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স সোসাইটি (ডিইউএসএস) এর আয়োজনে এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আলোচনাটি অনুষ্ঠিত হয়।   

এতে উপস্থিত ছিলেন, বাংলা অভ্র কিবোর্ড সফটওয়্যারের উদ্ভাবক মেহদী হাসান খান। এসময় তিনি এ সফটওয়্যারটি উদ্ভাবনের নেপথ্যের গল্প শুনান।

বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় ফোনেটিক ইনপুট সিস্টেমের কিবোর্ড সফটওয়্যার হলো ‘অভ্র’। এটি উদ্ভাবন করেছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস পড়ুয়া ছাত্র মেহদী হাসান খান। নিজ আগ্রহে শেখা প্রোগ্রামিং দিয়েই তিনি ডেভেলপ করে ফেলেন ‘অভ্র’। ২০০৩ সালে অভ্র কিবোর্ড তৈরির কাজ শুরু করেন তিনি।

আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন গবেষক ও বিজ্ঞানবিষয়ক লেখক সৌমিত্র চক্রবর্তী। অনুষ্ঠানে মেহদী হাসান খানকে ডিইউএসএসের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন ডিইউএসএসের সদস্যরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকে বলেন, ‘এই রকম আয়োজন আরো করা উচিত। তাহলে বিশ্ববিদ্যালয়ের তরুণেরা উদ্বুদ্ধ হবে নতুন কিছু তৈরি করতে। ডিইউএসএসের সভাপতি রাইসা নাসের মনে করেন, ‘এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে তুলবে জীবনমুখী গবেষণা ও উদ্ভাবনে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence