ঢাবির ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দাস জানান, মারা যাওয়া বৃদ্ধা ভবঘুরে ছিলেন। ফুটপাতেই থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।