হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টার্নশিপের সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার মাধ্যমে ইন্টারকন্টিনেন্টালে ব্যবহারিক প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার মি. অশ্বনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন এবং এ খাতে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইন্টারকন্টিনেন্টাল যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সম্পর্ক আরও জোরদার হবে।

তাছাড়া এই সমঝোতার মাধ্যমে দেশের পর্যটন খাতও বেশ সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ