ঢাবির বঙ্গবন্ধু চেয়ার ও রিসার্চ ইনস্টিটিউটে দুই অধ্যাপককে নিয়োগ

অধ্যাপক ড. ফকরুল আলম ও অধ্যাপক ড. আবুল বারকাত
অধ্যাপক ড. ফকরুল আলম ও অধ্যাপক ড. আবুল বারকাত  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র পরিচালক হিসেবে দুই অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলমকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: অধ্যাদেশ জারি হলে বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা হবে যেভাবে

এছাড়া জাপানিজ স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল বারকাতকে তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ