সাত কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রার ভবনে যেতে হবে না: অধ্যাপক সুপ্রিয়া
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজে সাত জন (প্রতি কলেজে একজন) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে, যার কাছে শিক্ষার্থীরা সমস্যা বা অভিযোগ জানাতে পারবে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয় নিয়ে চিঠি পাঠিয়েছে, যে প্রত্যেক কলেজে একজন করে ফোকাল পয়েন্ট থাকবে, যার কাছে শিক্ষার্থীরা তাদের সমস্যা সম্পর্কে জানাবে। সেখান থেকে সে সমস্যা বা অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে সাক্ষাৎকারে এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
আরো পড়ুন: কৃষি গুচ্ছের বিষয়প্রাপ্তদের নতুন তালিকা, জমা টাকা সমন্বয় যেভাবে
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আর যাওয়ার দরকার নেই। শিক্ষার্থীদের যাওয়া আসার সময় এবং শ্রম কমানোর জন্য কাজ করছি। তুলনামূলক ভাবে চাপ কমানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেন শিক্ষার্থীরা রেজিষ্ট্রার ভবনে গিয়ে সময় নষ্ট না করে। সে সময়টা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে।