রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ কামাল মোস্তফা মৃত্যুবরণ করেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যূকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোর ছয়টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আসর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করা হবে।
তিনি ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় যোগ দেন ও ২০১৪ সালে অবসর গ্রহণ করেন।
এদিকে, তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণায় অধ্যাপক সৈয়দ কামাল মোস্তফার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।