সড়কে ঝরলো জাবির দুই শিক্ষার্থীর প্রাণ

দুর্ঘটনার কবলে পড়া বাস ও জাবির লোগো
দুর্ঘটনার কবলে পড়া বাস ও জাবির লোগো  © সংগৃহীত

পাবনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েন

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার টেবুনিয়া সিড গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিফাত আল সিফাত (২১) এবং রুবায়েত হাসান নোমান।

সিফাত সুজানগরের রামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে। আর নোমান  চাটমোহরের মহেলা অঞ্চলের মঞ্জু মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে নাটোর থেকে রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পাবনার দিকে আসছিল।  পথে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী ওই দুই ছাত্র নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, নিহত দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence