জাবিতে ৯ম জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার

জাবি সায়েন্স ক্লাবের সংবাদ সম্মেলন
জাবি সায়েন্স ক্লাবের সংবাদ সম্মেলন

'মেধা বিকাশে আপোষহীন, গণিত হোক সার্বজনীন' এ স্লোগানকে ধারণ করে আগামী ২৮ জুলাই (শুক্রবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে  ৯ম জাতীয় গণিত অলিম্পিয়াড। অলিম্পিয়াডটি আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি)। এদিকে সংগঠনটির আয়োজনে ২৯ জুলাই (শনিবার) ৫ম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শাকিল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অলিম্পিয়াডের আহ্বায়ক তারেক মাহমুদ বলেন, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা ও বেলা ১১টায় দুইটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় প্রত্যেক প্রতিযোগীকে ১০টি প্রশ্নের (নিজ পাঠ্যক্রম) উত্তর দিতে হবে। এক্ষেত্রে ৩টি ৮ নম্বর, ৩টি ৬ নম্বর এবং ৪টি ২ নম্বরের মোট ৫০ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে।

মেধার ভিত্তিতে প্রতি শ্রেণি থেকে সেরা পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় জাবি সায়েন্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছে সংগঠনটি। প্রতিবছর একটি বিজ্ঞান সাময়িকী, একটি বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ ও সায়েন্টিফিক কর্মশালার আয়োজন করে আসছে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence